বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ৪.৫ ডলার লোন চেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ব্যালেন্স অব পেমেন্ট, বাজেট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এ লোন চেয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জওরজিভা এর কাছে উক্ত লোন চেয়ে চিঠি লিখেছেন। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় এবং রেমিট্যান্স আয় কমে যাওয়ায় সরকার সাময়িক সংকটে পড়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সরকার বিভিন্ন ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এর মধ্যে বিদ্যুৎ, আমদানী ও উন্নয়ন প্রকল্পে ব্যয় সংকোচন করা হয়েছে।
#আইএমএফ #লোন #বৈদেশিক মুদ্রা #রিজার্ভ