দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় জনের ৯৫ মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের।
আর এ সময়ে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৬০ জন।
বুধবার (২১ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আর গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৭২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। পরীক্ষার বিবেচনায় এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গতকাল ৯১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত সোমবার (১৯ এপ্রিল) কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ ১১২ জন মারা যায়। তার আগের তিন দিন যথাক্রমে ১০২, ১০১ ও ১০১ জন মারা যায়।
এই ধরনের লকডাউন দিয়ে লাভ কি?
অবাধে চলাচল করলে করোনা তো বাড়বেই ! কেবল আহাজারি