Home স্বাস্থ্য- চিকিৎসা করোনায় মৃত্যু বাড়লো

করোনায় মৃত্যু বাড়লো

করোনায় মৃত্যু বাড়লো
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৪৬ জনের। করোনা শনাক্তের হার ২.০৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৮০টি।

শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয়েছিলো গত শুক্রবার (৮ অক্টোবর)।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রামে ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here