Home বিশেষ খবর কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় কাউন্সিলর সোহেলসহ নিহত ২

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় কাউন্সিলর সোহেলসহ নিহত ২

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় কাউন্সিলর সোহেলসহ নিহত ২

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলকে নগরের পাথরিয়াপাড়ার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলরসহ নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার বিকেলে নগরীর সুজানগরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিজ অফিসে কাজ করছিলেন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল। এসময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার উপর হামলা চালায়। সেসময় এলোপাতাড়ি গুলি ছুঁড়লে কাউন্সিলর সোহেল, বাদল, হরিপদ, অ্যাডভোকেট সোহেল, জুয়েল, রিজু, রাসেল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে।

৫ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্সিলর সোহেল ও হরিপদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ জানিয়েছেন, এলাকার শাহ আলম ও সুমন গ্রুপের সঙ্গে বিরোধ ছিল কাউন্সিলর সোহেলের। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here