অনুশীলন কিংবা খেলা শেষে মাঠের একপ্রান্তে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে সারিবদ্ধভাবে নামাজ আদায় করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ দৃশ্য বাংলাদেশের ক্রিকেটে প্রায়সময়ই দেখা যায়। কিন্তু এবার বিপিএলে দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় দিনে শনিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। টস জিতে ফিল্ডিং করছিল ঢাকা। ঘটনাটি ঘটে ইনিংসের নবম ওভার শেষে। নতুন ওভার শুরুর মাঝের সময়ে মাহমুদউল্লাহকে দেখা যায় মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে।
ম্যাচ চলাকালীন নামাজ পড়ার দৃশ্য আকর্ষণ করেছে সবাইকে। সোশ্যাম মিডিয়ায় মানুষ এটি শেয়ার দিয়ে প্রশংসা করছেন এই পঞ্চপাণ্ডবের।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ-তামিমদের মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নাসুম-শরিফুল ইসলামদের কল্যাণে চট্টগ্রামের জয় ৩০ রানে। মিরাজদের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৩১ রান করতে সক্ষম হয় ঢাকা।
খুলনার বিপক্ষে প্রথম ম্যাচের মতো এ ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনারখ্যাত তামিম ইকবাল। তবে ৪৫ বলে তার ৫২ রানের ইনিংসটি সমালোচনারও শিকার হচ্ছে। কারণ শেষ দিকে তা চাপ ফেলে দেয় ঢাকার ইনিংসে। সমালোচকরা বলছেন, তামিমের ব্যাট থেকে আর কিছু রান আসলে ঢাকা বরং জিতেই যেতে পারত। আগের ম্যাচে খুলনার বিপক্ষে তামিম করেছিলেন ৫০ রান।
ঢাকার হয়ে শেষ দিকে ইসুরু উদানা ও শুভাগত হোম জয়ের চেষ্টা চালালেও তা আর সম্ভব হয়নি। উদানা ৯ বলে ১৬ ও হোম ১৪ বলে ১৩ রান করেন। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ৯ রান খরচায় ৩ উইকেট নেন নাসুম আহমেদ। সমানসংখ্যাক ওভারে ৩৪ রানের বিনিময়ে শরিফুল শিকার করেন ৪ উইকেট।
ডেল্টামেইল/জেএ
দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে দ্য ডেল্টামেইল পড়ুন, শেয়ার করুন