Home বিনোদন ঢালিউড চলে যাওয়ার ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার সিনেমা

চলে যাওয়ার ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার সিনেমা

চলে যাওয়ার ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার সিনেমা

সুপারস্টার মান্নার মৃত্যু ১৩ বছর পর মুক্তি পাচ্ছে তার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। জানা গেছে, ২০০৮ সালে ছবির শুটিং শেষ করলেও ডাবিং শেষ করে যেতে পারেননি মান্না। একই বছরের ফেব্রুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

মহান মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত ছবিটি আসছে ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চে মুক্তি পেতে পারে।

১৩ বছর আটকে থাকা নিয়ে ছবির প্রযোজক ও অন্যতম পরিচালক খোরশেদ আলম খসরু জানালেন, ছবিটির নাম নিয়ে আপত্তি ছিল সেন্সরবোর্ডের।

এই প্রযোজক জানান, প্রথমে ছবির নাম ছিল ‘লীলা মন্থন’। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। কিন্তু নামটি নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি ছিল। নানা জটিলতার কারণে এরপর ছবিটি নিয়ে আর আগাইনি। দীর্ঘ সময় পর ছবির নাম পরিবর্তন করে ‘জীবন যন্ত্রণা’ নামে চলতি বছরের মাঝামাঝিতে সেন্সরে জমা দিয়েছিলাম।

বলে রাখা ভালো, তারকাবহুল ছবিটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার গল্প নিয়ে। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও পপি। আরও আছেন মিশা সওদাগর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here