শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeসারাদেশডিজেলের দামবৃদ্ধি: প্রভাব পড়েছে ধানের বাজারে

ডিজেলের দামবৃদ্ধি: প্রভাব পড়েছে ধানের বাজারে

ডিজেলের মূল্যবৃদ্ধিতে ব্যাপক প্রভাব পড়েছে নীলফামারীর ধানের বাজারে। বছর ব্যবধানে ধানের দাম বেড়েছে মণ প্রতি দুইশ টাকা। ডিজেলের দাম বাড়ার আগেই আমনের উৎপাদন খরচ বেড়েছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর।

বছর ব্যবধানে কাচা ধানের বাজারদর মণ প্রতি সাড়ে সাতশ থেকে বেড়ে দাড়িয়েছে এক হাজার টাকায়। ডিজেলের দাম বৃদ্ধিতে ধানের বাজারমূল্য কিছুটা বাড়লেও, সে অর্থে খুশি নন নীলফামারীর কৃষকরা।

তাদের দাবি, বাজারদরের চেয়ে সরকার নির্ধারিত ক্রয়মূল্য কম হওয়ায় সরকারের কাছে বিক্রিতে আগ্রহী নয় তারা। কৃষকদের দাবির প্রতিফলন মেলে ধানের পাইকারদের মাঝেও।

কৃষি বিপনন অধিদপ্তর বলছে, আমনের উৎপাদন খরচের সাথে ডিজেলের মূল্য বৃদ্ধির বিষয়টি এখনো সমন্বয় করা হয়নি।

এ বছর জেলার ১ লাখ ১৩ হাজার ১শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর