Home বিনোদন তেজী লুকে দেখা দিলেন আল্লু অর্জুন

তেজী লুকে দেখা দিলেন আল্লু অর্জুন

তেজী লুকে দেখা দিলেন আল্লু অর্জুন

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার অভিনীত ‘পুষ্প’ সিনেমাটি আসছে ডিসেম্বরেই মুক্তি পাবে। তবে এর আগেই সিনেমাটির মোশন পোস্টারে তেজী লুকে দেখা গেছে অভিনেতাকে।

শুক্রবার (১৯ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি মোশন পোস্টার শেয়ার করেছন আল্লু। প্রকাশ হওয়া পোস্টারে ব্যাকগ্রাউন্ডে সিনেমার একটি গান চলছে। আর পোস্টারে তার স্থির ছবি। ছবিতে দক্ষিণী সিনেমার নায়ককে তেজী লুকে দেখা গেছে।

অভিনেতা পোস্টারটি পোস্ট করে জানিয়েছেন, আসছে ১৭ ডিসেম্বরের মুক্তি পাবে সিনেমাটি।

‘পুষ্প’র কাহিনী ‘লাল চন্দন চোরাচালান’কে কেন্দ্র করে। এতে অর্জুনকে লরি চালক-কাম-চোরাচালানীর চরিত্রে দেখতে পাবেন অনুরাগীরা। দুই ভাগে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

সুকুমার পরিচালিত ‘পুষ্প’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা মান্দানা। আর এতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। সিনেমাটি তেলুগু, মালয়ালাম, তামিল, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here