Home জাতীয় দেশের ৩৫ জেলায় বিজিবি মোতায়েন

দেশের ৩৫ জেলায় বিজিবি মোতায়েন

দেশের ৩৫ জেলায় বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

সারা দেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ শেষ হয়েছে। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট শহরসহ দেশের ৩৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও মন্দির ও আশপাশে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

এক বার্তায় বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ঢাকা ও সিলেট মহানগরীতে এবং ৩৫টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here