Home স্বাস্থ্য- চিকিৎসা দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪

দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪

দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪

করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৭ হাজার ৯৫৫ জন। একই সময় নতুন শনাক্ত হয়েছেন ২৬৪ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

দেশে একদিনে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৬৯৭ জনের এবং পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬১৪টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। শতকরা সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জনই নারী। এ সময় ঢাকায় ও চট্টগ্রামে ১ জন করে মারা গেছেন। তবে বাকি বিভাগগুলোয় কারো মৃত্যু হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here