Home এক্সক্লুসিভ পালকি চড়ে বিদায় নিলেন দেবী

পালকি চড়ে বিদায় নিলেন দেবী

পালকি চড়ে বিদায় নিলেন দেবী
ছবি: সংগৃহীত

দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীতে যে উৎসব শুরু হয়েছিল, তার অবসান হলো দশমীতে।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী শরতে পৃথিবীতে আসেন, তার পিত্রালয়ে। আর বিসর্জনের মাধ্যমে তিনি ফিরে যান কৈলাসে, তার স্বামীর ঘরে। এবার দেবী বাবার বাড়ি এসেছিলেন ঘোড়ায় করে আর ফিরে গেছেন পালকিতে চড়ে। ঠিক এক বছর পর আবার শারদ তিথিতে দেবী আসবেন পৃথিবীতে।

ঢাকার ওয়াইজঘাটে বিকাল ৪টায় শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। রাত পর্যন্ত চলতে পারে প্রতিমা বিসর্জন। মূলত মহিষাসুর বধ করার মাধ্যমে আজকের দিনটি দেবীর বিজয়ের দিন। তাই বিদায় জানালেও নেই বিষাদ। সবাই প্রফুল্লতার সাথেই পালন করছেন এই আয়োজন।

করোনাভাইরাসের জন্য এ বছর পূজা আয়োজনে ছিল না শোভাযাত্রা। এছাড়াও সিঁদুর খেলার আয়োজনও হয়নি এবার। তবে মায়ের পায়ে সিঁদুর ছোঁয়ানোর আনুষ্ঠানিকতাটুকু পালন করেছেন পূজার্থীরা। প্রসঙ্গত, এ বছর ঢাকায় ২৩৮টি মণ্ডপে পূজা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here