Home আন্তর্জাতিক বিয়ের রান্নার কড়াইয়ে চেপে মণ্ডপে বর-কনে

বিয়ের রান্নার কড়াইয়ে চেপে মণ্ডপে বর-কনে

বিয়ের রান্নার কড়াইয়ে চেপে মণ্ডপে বর-কনে

কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভারতের রাজ্য কেরালায় শুরু হয়েছে বন্যা। সে বন্যার মধ্যেই বিয়ে করে নিলেন আলাপ্পুজা জেলার আকাশ ও ঐশ্বর্য। সোমবার সকালে বিয়ের লগ্ন ছিল তাদের।

এদিকে বিয়ের মণ্ডপে যাওয়ার রাস্তায় পানি থৈ থৈ করছে। বর-কনে কিভাবে যাবে তা নিয়ে চিন্তায় পড়ে যায় দুই পরিবার। ওদিকে লগ্ন পেরিয়ে যাচ্ছে। সময়মতই বিয়ে সারতে হবে। তখনই কেউ একজন রান্নার বিশাল কড়াইকে নৌকায় রূপান্তরিত করার বুদ্ধি দেন।

যেমনি ভাবা, তেমনি কাজ। ঐশ্বর্যকে নিয়ে রান্নার কড়াইয়ে চড়ে বসেন তিনি। যখন তারা মণ্ডপের দিকে যাচ্ছিলেন, তখনই কেউ ঘটনার ভিডিও করেন। সে ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

আরও পড়ুন : আড়াই ঘণ্টা বুশকে বুঝিয়ে ইরাকযুদ্ধ বাধান কলিন পাওয়েল

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবর অনুযায়ী, নির্দিষ্ট সময়েই বিয়ের মণ্ডপে পৌঁছে যান তারা। জানা গেছে স্থানীয় হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন ঐশ্বর্য ও আকাশ।

নবদম্পতি জানান, দু’দিন আগেও এই রাস্তা শুকনো ছিল। কিন্তু আচমকা বৃষ্টিতে সবকিছু ভেসে গেছে। তবুও সব বাধা বিপত্তি পেরিয়ে সাত পাকে বাধা পড়ে যারপরনাই খুশি তারা।

• টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখতে ক্লিক করুন ►

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here