শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

Close

Home মতামত পাঠকের কলাম ভাত কেন কম খেতে হবে!

ভাত কেন কম খেতে হবে!

ভাত কম খেতে হবে- এই পরামর্শ ঠিক আছে৷ কিন্তু এই পরামর্শ একজন চিকিৎসক দিলে এর অর্থ একরকম। কৃষিমন্ত্রী বা অর্থমন্ত্রী বললে তার অর্থ হয় আরেক রকম।

চালের মূল্য সহ নানাবিধ দ্রব্যমূল্যের উর্ধগতি যখন সমকালের রেকর্ড ছাড়িয়ে যায় সেই সময়ে এ জাতীয় পরামর্শ উপহাসের মত লাগে।

আজ থেকে বিশ-পঁচিশ বছর আগেও এরকম রসিকতা হজম করতে হয়েছে। কিংবা তারও আগে। আশির দশকে শ্লোগান ছিল বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান। সাইফুর রহমান সাহেবও একবার বলেছিলেন ভাত কম করে খেতে।

পেঁয়াজের দাম বাড়লে মন্ত্রীরা বলেন পেঁয়াজ না খেলে কি হয়? আমাদের মন্ত্রীদের কেন এসব বলতে হয়? এত হিউমার তো ভাল লাগেনা।

গুলজার হোসেন উজ্জল- হেমাটোলজি বিশেষজ্ঞ

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দ্য ডেলটা মেইল এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। মত প্রকাশের স্বাধীনতার সার্বজনীন নীতির উপর ভিত্তি করে এ লেখা প্রকাশিত হয়েছে তবে লেখকের মতামতের কোনো প্রকার দায়ভার দ্য ডেলটা মেইল নিবে না।)

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর