Home বিনোদন মুক্তি পেল মিথিলা’র রোহিঙ্গা

মুক্তি পেল মিথিলা’র রোহিঙ্গা

মুক্তি পেল মিথিলা’র রোহিঙ্গা

বলিউডে মুক্তি পেয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ তানজিয়া জামান মিথিলার প্রথম সিনেমা ‘রোহিঙ্গা’। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির শ্যুটিং হয়েছে। রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। আর এজন্য রোহিঙ্গাদের ভাষা শিখতে হয়েছে মিথিলাকে। গত সোমবার (১৫ নভেম্বর) বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছে অ্যাপল টিভিতে।

সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করছেন ভুটানের চিত্রনায়ক স্যাঙ্গে, যিনি এর আগে সালমান খানের সিনেমা রাধে সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। স্যাঙ্গে ও মিথিলা ছাড়া এ সিনেমার বেশিরভাগ শিল্পী, কলাকুশলীই বলিউডের।

২০২০ সালেই ছবিটির কাজ করেছিলেন মিথিলা। এরপর থেকেই সিনেমা মুক্তির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। রোহিঙ্গার মুক্তিতে উচ্ছসিত মিথিলা বলেন, রোহিঙ্গা বলিউডের অনুপাতে বেশ ভিন্নধারার একটি ছবি। সিনেমায় আমার চরিত্রের নাম হুসনে আরা। সিনেমায় বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here