বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

Close

Homeজাতীয়মুসা বিন শমসের অন্তঃসারশূন্য রহস্যমানব: ডিবি

মুসা বিন শমসের অন্তঃসারশূন্য রহস্যমানব: ডিবি

এক প্রতারকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় ৩ ঘন্টা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। সম্প্রতি সচিব পরিচয় দেয়া আবদুল কাদের নামে এক প্রতারকের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ মেলে।

স্ত্রী, সন্তানসহ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান কথিত এই ধনকূবের। জেরা চলে প্রায় ৩ ঘন্টা।

জিজ্ঞাসাবাদ শেষে মুসার দাবি, কাদের একজন প্রতারক, তিনি নিজেও কাদেরের ফাঁদে প্রতারিত। সে অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার কার্যালয়ে যেতো। আমার আইন উপদেষ্টা হিসেবে পরিচয় দিতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানালেন ভিন্ন কথা। তার কাছে মুসা অন্ত:সারশূন্য রহস্যমানব। গুলশানে তার একটি বাড়ি আছে যা তার স্ত্রীর নামে। প্রতারক কাদের তার নাম ব্যবহার করে প্রতারণা করত।

তবে গোয়েন্দা পুলিশের দাবি প্রতারক কাদেরের সাথে সম্পর্কের দায় এড়াতে পারেন না মুসা বিন শমসের।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে আবদুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তিনটি বিষয়ে স্পষ্ট হতে মুসা বিন শমসেরকে ডাকে ডিবি।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর