অর্থনীতি ডেস্ক: সরকার রিজার্ভ সংকটে। ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসা বানিজ্য, বিশেষ করে আমদানি। অথচ ৪০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আয়ের অর্ধেক ২০ বিলিয়ন ডলার চলে যাচ্ছে অবৈধ হুন্ডিতে। এর মূল কারণ হলো ব্যাংক ও খোলা বাজারে ডলার রেট এ পার্থক্য যা প্রায় ৬ টাকা। ব্যাংকে রেমিট্যান্স পাঠালে ৮৬.৪৫ টাকা পাওয়া যায় কিন্তু সেখানে হুন্ডিতে পাঠালে পাওয়া যায় ৯১-৯২ টাকা। প্রবাসীরা তাদের কষ্টার্জিত আয় যেখানে একটু বেশী লাভ পাচ্ছে সেখানেই পাঠাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক সহজেই এ সমস্যার সমাধান করতে পারে। রেমিট্যান্স এর ক্ষেত্রে ডলার রেট ফিক্স করে দিতে পারে যাতে ব্যাংক সে রেটে রেমিট্যান্স গ্রহণ করতে পারে। এর মাধ্যমে প্রতিবছর রিজার্ভে সহজেই যোগ হতে পারে ২০ বিলিয়ন ডলার।
#রিজার্ভ #রেমিট্যান্স #বাংলাদেশ ব্যাংক #অর্থনীতি