সামি মাহমুদের কবিতা ‘স্বাগতম’

0
534

আকাশের ঠিকানায় বেনামি চিঠি,

কাঠগোলাপের যত কবিতা,

নির্ঘুম কত অসহ্য রাত,

আবদ্ধ প্রাণের বিধ্বস্ত দুঃস্বপ্ন,

বুকচেরা কষ্টেরা সব অভিযোগের পাহাড় বানায়।

এই নিষ্ঠুর দুনিয়ার সহজ কথাগুলো তোমার কঠিন মনে হয়!

মানুষ রূপী অমানুষগুলো অনুভুতি নিয়ে খেলা করে!

এই ক্লান্ত, মজলুম মন নালিশ জানায় চোখের জলে,

শুন্য দৃষ্টিতে তোমাকে পাবার ফরিয়াদ,

তোমার কষ্টেরা সব আমার হোক,

আমার আনন্দগুলো একান্ত তোমার হোক।

আর তুমি তোমার মত বাঁচতে পার,

এইতো প্রার্থনা, এবার সব বেনামী প্রেমিকের অবসর হোক

নির্লজ্ব কবিতারা চুলোয় যাক!

তোমার কাঠগোলাপ আর শুভ্র রঙের দুনিয়ায় আবার তোমায় স্বাগতম।

 

সামি মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন