শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeশিক্ষাঙ্গনআমেরিকায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ফান্ডিং

আমেরিকায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ফান্ডিং

উচ্চশিক্ষায় আমেরিকা যেতে ইচ্ছুক সকল শিক্ষার্থীর জন্য গাইডলাইন

উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়ার স্বপ্ন আমাদের সকলের। কিন্তু মূল বিষয় হল প্রস্তুতি। আমরা সকলেই বিভ্রান্ত থাকি প্রস্তুতি নিয়ে। আসুন জেনে নেই, আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনের জন্য কি কি প্রস্তুতি নিবেন-

১. প্রথমেই ওরা যে বিষয়টায় আপনার পারদর্শীতা দেখে তা হলো রিসার্চ ব্যাকগ্রাউন্ড। রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকাটা খুব জরুরি। ব্যাচেলর ডিগ্রি চলাকালীন যুক্ত হয়ে যেতে পারেন আপনার পছন্দের কোনো রিসার্চ প্রোজেক্টে। মনে রাখবেন, আপনি যেই বিষয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন, ওই বিষয়ের উপর আপনার ২/৩ টা প্রবন্ধ আপনাকে বেশ এগিয়ে রাখবে।

২. তথ্য সংগ্রহ। আপনি যত বেশি তথ্য জানবেন আপনি তত বেশি যোগ্য প্রার্থী। আবেদনের সময় অবশ্যই আপনার ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট সম্পর্কে সকল ধরনের তথ্য জেনে নিবেন। সব তথ্য জানা থাকলে আপনি আপনার SOP অর্থ্যাৎ Statement of Purpose এ ততই বিষদ ভাবে লিখতে পারবেন।

৩. ইংলিশে দক্ষতা। আমেরিকা যাওয়ার স্বপ্ন পূরণে ইংরেজি জানাটা বাধ্যতামূলক। কেননা যে দেশে যাবেন ওই দেশের সাধারণ ভাষা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভাইভাতে শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে না পারার কারনে ব্যর্থ হয়।

৪. ভালো সিজিপিএ। একটি ভালো সিজিপিএ আপনাকে ভর্তিযুদ্ধে অনেকটা এগিয়ে রাখবে। কিন্তু মনে রাখবেন, অন্যান্য যোগ্যতা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে মোটামুটি মানের সিজিপিএ দিয়েই পূরণ হতে পারে আপনার স্বপ্ন।

এবার জানা যাক আবেদনের প্রক্রিয়া: যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী, ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই বিস্তারিত জানা যাবে। এছাড়াও আমেরিকান দূতাবাসের ওয়েবসাইট থেকেও ফান্ডিং অপরচুনিটি ও কোর্সের তালিকা দেখে আবেদন করতে পারবেন।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর