বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

Close

Homeসারাদেশকরোনা ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ মৃত্যু

করোনা ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

সোমবার (৩০ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও নেত্রকোণা সদরের হোসনে আরা (৬২)।

জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহের ১ জন ও নেত্রকোণা জেলার ১ জন।

আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁও উপজেলার শামসুন্নাহার (৮৫), নেত্রকোণার দূর্গাপুর উপজেলার জয়নব বানু (৭০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার করিমন (৫২)।

জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৩ জন, নেত্রকোণা ও জামালপুর জেলার ১ জন করে।

ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৫ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর