শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeজাতীয়কুমিল্লার ঘটনায় কেউ ছাড় পাবে না: কাদের

কুমিল্লার ঘটনায় কেউ ছাড় পাবে না: কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লায় পূজা মন্ডপে চড়াও হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারেন সম্পাদক ওবায়দুল কাদের। অপশক্তি বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছেন সরকারের শীর্ষ এই নেতা। পাশাপাশি সম্প্রীতি নষ্টের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামাড়বাড়ি পূজা মন্ডপ পরিদর্শনে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কুমিল্লায় মণ্ডপে চড়াও হওয়া দুস্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এ ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধ পরিকর। এসময় হাজার বছরের বাঙালীর অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ন থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

করোনা মহামারীতে রাজধানীতে কুমারী পূজা না হলেও ধর্মীয় আচারে ছিলো না কোনো কমতি। মহাঅষ্টমীর সন্ধ্যায় যথারীতি হয়েছে সন্ধি পূজা।

এর আগে বিকেলে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, আপনারা কখনই মনে করবেন না যে আমরা আপনাদের থেকে দূরে আছি। আপনারা আমাদেরই ভাই, আমরা সকলে মিলেই দেশ স্বাধীন করেছি। আমরা সকলে মিলেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে আসেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, এসেছেন ধর্ম প্রতিমন্ত্রীও। সবাই অভয় দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা আপনাদের আনন্দ ও উৎসবে অংশীদার। আমরা সকলে একসাথে এ উৎসব উদযাপন করছি।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের সাথে যে-ই জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর