বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

Close

Homeজাতীয়গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা, ফারিয়া

গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা, ফারিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে গ্রাহকের প্রতারণার মামলায় যে কোনো সময় তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

গত ৪ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় ইভ্যালিতে তার ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতের মামলায় তাহসান, মিথিলা, ফারিয়া সহ আরো নয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন করেন সাদ স্যাম রহমান নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়।
আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাদের যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানান সাজ্জাদুর রহমান।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম রয়েছে। এর মধ্যে তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা এ মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। তাঁরা আমাদের নজরদারিতে আছেন। যেকোনো সময় তাঁরা গ্রেপ্তার হতে পারেন।’

মামলার এজাহারে সাদ স্যাম রহমান অভিযোগ করেন, ইভ্যালি থেকে ৩ লাখ ১৮ হাজার টাকায় মোটরসাইকেল অর্ডার করেছিলেন তিনি। কিন্তু তাঁকে পণ্য ডেলিভারি দেওয়া হয়নি, টাকাও ফেরত পাননি।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর