বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

Close

Homeখেলার খবরক্রিকেটটি-টোয়েন্টি খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তারা। সেখানে তাদেরকে তিন দিনের কোয়ারেন্টিনে রাখা হবে।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অজি দল।

এসেই সরাসরি বায়ো বাবলে ঢুকে পড়েছে অজি খেলোয়াড়রা। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তারা। সেখানে তাদেরকে তিন দিনের কোয়ারেন্টিনে রাখা হবে।

বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে টি-টোয়েন্টিতে ভরাডুবি হয় তাদের। অজিদের ৪-১ ব্যবধানে হারান গেইল-পোলার্ডরা।

তবে ওয়ানডে সিরিজে কামব্যাক করে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়ে বাংলাদেশে এসেছে তারা।

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্ল্যান ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চের মতো তারকারা।

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। একই মাঠে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট হবে সিরিজের অপর ম্যাচগুলো।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর