শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeশিক্ষাঙ্গনঢাবিতে বিএনসিসি সেনা শাখার ইফতার মাহফিল

ঢাবিতে বিএনসিসি সেনা শাখার ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এন সি সি সেনা শাখা ও এক্স আর্মি ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ‘ইফতার মাহফিল ও ইসলামি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রূমী ভবনের চমনারা পারভীন অডিটোরিয়ামে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সিইউও মুনতাসির মামুন মুন এর স্বাগত বক্তব্যের পর প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলফা কোম্পানী কমান্ডার লে. সৈয়দ তানভীর রহমান, সিইউও সীমা আক্তার, এক্স আর্মি ক্যাডেট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলমসহ প্রায় ১৫০ জন ক্যাডেট।

লে. সৈয়দ তানভীর রহমান তিনি তার বক্তব্যে এক্স আর্মি ক্যাডেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তারা যেন রুমী ভবনে আসেন এবং যোগাযোগ রাখেন সে আশা ব্যক্ত করেন। আর তাদের জন্য আলাদা রুম  এবং ক্যাডেটদের জন্য একটি কম্পিউটার ল্যাব তৈরি করা হবে বলে জানান।

মোঃ মাসুদ আলম বিএনসিসি সেনা শাখাকে পরিকল্পনা মত কাজ করে যাওয়ার পরামর্শ দেন।

সবশেষে দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর