শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeশিক্ষাঙ্গনঢাবিতে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট উপস্থাপনের অনুমোদন

ঢাবিতে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট উপস্থাপনের অনুমোদন

ঢাবি প্রতিনিধি : ২০২২-২০২৩ অর্থবছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯২২ কোটি ৪৮লাখ টাকার বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

রোববার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এটি অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮লাখ টাকার প্রস্তাবিত বাজেট সিন্ডিকেট সভায় পেশ করেন। সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং উক্ত বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর