শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeআন্তর্জাতিকপাকিস্তানের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা

পাকিস্তানের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা

পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা মালিক। তিনিই দেশটির প্রথম নারী বিচারপতি। স্থানীয় সময় আজ সোমবার রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ।

এখন থেকে পাকিস্তানের শীর্ষ আদালতের বেঞ্চে ১৬ পুরুষ সহকর্মীর সাথে বসবেন আয়েশা।

এর আগে দুই দশক, দেশটির হাইকোর্টের বিচারক ছিলেন আয়েশা। পাঞ্জাবের বিচার বিভাগে থাকার সময় প্রদেশটির পুরুষতান্ত্রিক নানা আইন বাতিল করেন। ধর্ষণের শিকার নারীদের কুমারিত্ব পরীক্ষার বিতর্কিত ও অবমাননাকর নিয়ম বাতিলের কৃতিত্বও দেয়া হয় আয়েশা মালিককে।

লাহোরে অবস্থিত পাকিস্তান ল কলেজে গ্র্যাজুয়েশনের পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করেছেন আয়েশা। আইন বিষয়ে বেশ কিছু প্রকাশনাও রয়েছে তার।

 

ডেল্টামেইল/জেএ

দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে দ্য ডেল্টামেইল পড়ুন, শেয়ার করুন 

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর