শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeজাতীয়মহামারীতে ধর্ষণ ও নারী নির্যাতন বাড়লেও কমেছে খুন-ডাকাতি

মহামারীতে ধর্ষণ ও নারী নির্যাতন বাড়লেও কমেছে খুন-ডাকাতি

করোনাভাইরাস সংক্রমণের পর দেশে গত অর্থবছরে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা প্রায় ১৮ শতাংশ বেড়েছে, এ সময় কমেছে হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা। তবে বেড়েছে রাহাজানির ঘটনা।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে ২১ হাজার ৭৮৯টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর গত অর্থবছরে যা ছিল ১৮ হাজার ৫০২টি। এক বছরে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে ১৭ দশমিক ৭৬ শতাংশ। এ সময় আগের তুলনায় পাঁচগুণ বেশি নারী হেল্পলাইনে ফোন করেছেন বলে ইউএন উইমেনের এক পরিসংখ্যানে উঠে এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২০-২১ অর্থবছরে ৩২১টি ডাকাতি ও ১ হাজার ৪৮টি রাহাজানির ঘটনা ঘটে, যা আগের বছরে ছিল যথাক্রমে ৩৩৬ ও ৯১৯টি। এসময় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪ হাজার ৫৬৭টি।

তিনি আরও জানান, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি বাড়ায় এক বছরে মামলার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর