বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

Close

Homeশিল্প-সাহিত্যকবিতারাহনুমা খানের কবিতা 'তুমি'

রাহনুমা খানের কবিতা ‘তুমি’

তুমি ঝিম ধরানো চৈত্রের দ্বিপ্রহর
বিরহী বসন্তদূতের আর্তনাদ
তুমি বুকের ভেতরে পুঞ্জীভূত গভীর ক্ষত
ব্যথিত পাঁজর, ধ্রুপদী মেঘলা দিন
তুমি সুদূর সুতনু সুনীল রাত, দ্বিধার সন্ত্রাস
কবিতার বই এর পাতার ভাঁজে শুকনো ফুল

তুমি ম্লান একাকী দুপুরে আনমোনা গল্পের বই
স্বপ্ন-জাগানিয়া বুকের সঞ্চিত উত্তাপ
তুমি রুপকথার গল্পের শেষ না হওয়া উপসংহার
রক্তপ্রবাহের স্রোত, প্রেম-ধোয়া হৃদয়ের তাঁত
তুমি প্ররোচনা, একান্ত গোপনীয় বন্ধন
মুষলধারায় ঢেকে যাওয়া আমার অশ্রুজল

তুমি গাঢ় রূপকথা, পল্লবিত দ্বিতীয় কুসুম
অমাবস্যায় একাকী প্যাঁচার বিলাপ
তুমি নীহারিকা, তুমি সপ্রতিভ নক্ষত্র
শরতের জোছনার আজন্ম পাপ
তুমি আমের মুকুল, অবিচল অশোক-কানন
বন্ধ দেরাজে তুলে রাখা প্রণয় উপাখ্যান

তুমি জীবন, দাহ, আকাঙ্খিত মরণ
ফিরবে না জেনেও প্রতীক্ষায় থাকা চোখ
তুমি সোনালী নাগেশ্বরের আহ্বান
হাতের মুঠোয় বন্দী করা জোনাকি
তুমি হারিয়ে যাওয়া হিরণ্ময় স্মৃতি
সযতনে লুকিয়ে রাখা আমার আমি।

 

রাহনুমা খান কোয়েল
১৭ মার্চ ২০২২

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর