শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeআন্তর্জাতিকসাহিত্যে নোবেল পেলেন ঔপন্যাসিক আব্দুলরাজাক

সাহিত্যে নোবেল পেলেন ঔপন্যাসিক আব্দুলরাজাক

এ বছরে সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুর্নাহ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে সুইডেনের রাজধানী স্টকহোমে সাহিত্যের ওপর নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেন নোবেল কমিটি।

আব্দুলরাজাক ১৯৪৮ সালে তাঞ্জানিয়ার জানজিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেন। আবদুল রাজাক ইউনিভার্সিটি অব কেন্টের ইংরেজি ও ঔপনিবেশিক পরবর্তী সাহিত্যের অধ্যাপক ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন।

প্রসঙ্গত, সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী বাছাই কমিটি সুইডিশ একাডেমিতে যৌন নিপীড়নের ঘটনার পর ২০১৮ সালে সাহিত্যের নোবেল স্থগিত রাখা হয়। সুইডিশ একাডেমির এক সদস্যের যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হওয়ার পর কমিটি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন সদস্য।

নোবেল ফাউন্ডেশনের আস্থা ফিরে পেতে কমিটিতে ব্যাপক রদ-বদল আনার পর গত বছর সুইডিশ একাডেমি একসাথে দুই বছরের (২০১৮ এবং ২০১৯ সালের) সাহিত্যের নোবেল জয়ীদের নাম ঘোষণা করে। ২০১৮ সালের সাহিত্যের নোবেলজয়ী হিসেবে পোল্যান্ডের ওলগা তুকারচুক এবং পরের বছরের বিজয়ী অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে-কে বেছে নেয় সুইডিশ একাডেমি।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর