শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeতথ্য- প্রযুক্তিপ্রযুক্তিহোয়াটসঅ্যাপেও দেওয়া যাবে 'রিঅ্যাকশন'

হোয়াটসঅ্যাপেও দেওয়া যাবে ‘রিঅ্যাকশন’

পুরনো ব্যবহারকারীদের ফিচারটি পাওয়ার জন্য আগে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে

চ্যাটিংয়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। এখন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো হোয়াটসঅ্যাপের মেসেজের প্রতিক্রিয়া সরাসরি জানানো যাবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটা ইনফোতে শেয়ার করা একটি পোস্ট অনুযায়ী, শিগগিরই নতুন এই ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

পোস্ট থেকে জানা যায়, ফেসবুক বা মেসেঞ্জারে যেভাবে ইমোজি আইকন ব্যবহার করে প্রতিক্রিয়া জানানো যায় সেভাবেই হোয়াটসঅ্যাপেও মেসেজের প্রতিক্রিয়া জানাতে পারবেন ব্যবহারাকারীরা।

জানা গেছে, মেসেঞ্জারের মতোই কোনো মেসেজের উপর ট্যাপ করলে রিঅ্যাক্ট ইমোজি আইকোনগুলো চলে আসবে। সেখান থেকে সিলেক্ট করে ক্লিক করলেই মেসেজের প্রতিক্রিয়া জানানো হয়ে যাবে।

বেটা ইনফোতে দেওয়া তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ-এর Android ভার্সনে এই ফিচারটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে iOS ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন।

তবে হোয়াটসঅ্যাপের পুরোনো ব্যবহারকারীদের ক্ষেত্রে ফিচারটি পেতে হলে অ্যাপ্লিকেশনটি আগে আপডেট করা লাগবে।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর