শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Close

Homeতথ্য- প্রযুক্তিপ্রযুক্তি১১০ দেশের মধ্যে বাংলাদেশ ১০৩

১১০ দেশের মধ্যে বাংলাদেশ ১০৩

এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশ ৩০তম অবস্থানে রয়েছে

সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২১ সালের “ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স”। এ সূচক অনুযায়ী বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের মোবাইল ইন্টারনেট সবচেয়ে ধীরগতির। দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশের সার্বিক র‍্যাঙ্কিং ১০৩তম।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।

সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৫৯তম, শ্রীলঙ্কার ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ৯৭তম স্থানে।

গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের ২৫ ধাপ অবনতি হয়েছে। বর্তমানে এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশ ৩০তম অবস্থানে রয়েছে।

এছাড়া, ইন্টারনেট স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশ ১৬তম এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বৃদ্ধির বিভাগে ৪৩তম অবস্থানে রয়েছে।

পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে সার্ফশার্ক নামের বিশ্বব্যাপী প্রশংসিত ভিপিএন পরিষেবা সংস্থা ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স প্রতিবেদনটি তৈরি করে।

প্রতিবেদনে সূচক নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো হলো- ইন্টারনেটের সামর্থ্য, ইন্টারনেটের মান, ইলেকট্রনিক অবকাঠামো, ইলেকট্রনিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক সরকার। এই বিষয়সমূহের মধ্যে ১৪টি (গত বছরের তুলনায় দুটি বেশি) সূচক পরস্পরের সঙ্গে সম্পর্কিত এবং জীবনযাত্রার সামগ্রিক ডিজিটাল মান নির্ণয়ের জন্য একসঙ্গে কাজ করে।

আপনার মন্তব্য দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
  • সর্বশেষ
  • আলোচিত

সাম্প্রতিক মন্তব্য

স্বঘোষিত মহাপুরুষ on লকডাউন বাড়লো আরও একসপ্তাহ
জান্নাতুল ফেরদৌস on চিরবিদায় কিংবদন্তি কবরীর